‘আমাদের চার নেতা’ নামে নতুন অধ্যায়, আছেন শেরেবাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিব!

 

নতুন পাঠ্যবই....




নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে "আমাদের চার নেতা" নামে একটি নতুন অধ্যায় যোগ করা হয়েছে। এতে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য শ্রেণির বইয়েও পরিবর্তন এসেছে। পঞ্চম শ্রেণির নতুন বইয়ে স্বাধীনতার ঘোষণার বিবরণে মেজর জিয়াউর রহমানের ভূমিকা নতুনভাবে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে, ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আবারও ঘোষণা করেন। পুরোনো বইয়ে কেবল বঙ্গবন্ধুর ঘোষণার বিষয়টি উল্লেখ ছিল।

এছাড়া মুক্তিযুদ্ধের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে। উপেক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে, এবং অতিবন্দনা এড়িয়ে ইতিহাস উপস্থাপন করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা ও গ্রাফিতি কয়েকটি বইয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে। প্রথম শ্রেণির বইয়ে এই গ্রাফিতি প্রচ্ছদে স্থান পেয়েছে। পঞ্চম শ্রেণির আমার বাংলা বই-এ ‘আমরা তোমাদের ভুলব না’ প্রবন্ধে শহীদদের তালিকায় ভুল একটি নাম ছাপা হয়েছিল, যা অনলাইনে সংশোধন করা হয়েছে।

এ বছর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে ৪৪১টি বই সংশোধিত করা হয়েছে। এনসিটিবি জানিয়েছে, বাংলা ও ইংরেজি বইয়ে নতুন গল্প, কবিতা, প্রবন্ধ সংযোজন করা হয়েছে। পাশাপাশি অতিবন্দনা পরিহার করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

মন্তব্যসমূহ